ন্যাশনার সার্ভিস কর্মসূচিতে অন্তর্ভূক্ত 743 জন পুরুষ, 589 জন মহিলা, মোট= 1332 জনকে তিন মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদানের পর মাসিক 6000/- (ছয় হাজার) টাকা বেতনে 2 বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানে সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সংযুক্তি প্রদান করা হয়।
অত্র উপজেলার বেকার যুব/যুব মহিলাদেরকে আয়বর্ধক বিভিন্ন ট্রেডে 30 জন পুরুষ, 11 জন মহিলা, মোট= 41 জনকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান।
অত্র উপজেলার বেকার যুব/যুব মহিলাদেরকে আয়বর্ধক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের পর প্রকল্প গ্রহণের মাধ্যমে আত্মকর্ম সংস্থানের জন্য মৎস্য চাষ, গবাদিপশু পালন, পোল্ট্রি ফার্ম, কম্পিউটার, মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রনিক্স ইত্যাদি প্রকল্পে মোট 330 জনকে 20440000/- যুব ঋণ প্রদান করা হয়।
জাতিগঠন, যুব নেতৃত্বের বিকাশ এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 13 টি যুব সংগঠন গঠন করা হয়।
বেকার যুব/যুব মহিলাদেরকে আয়বর্ধক বিভিন্ন ট্রেডে 1650 জন পুরুষ, 1202 জন মহিলা, মোট- 2852 জনকে অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
আত্মকর্মী সৃজন 576 জন পুরুষ, 129 জন মহিলা, মোট 705 জন।
নেতৃত্ব গঠনমূলক প্রশিক্ষণ 10 জন পুরুষ, 6 জন মহিলা, মোট- 16 জন।
অটিজম বিষয়ে অটিস্টিক শিশুদের প্রতি যুব সমাজের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ 1650 জন পুরুষ, 1202 জন মহিলা, মোট- 2852 জন।
যুব নারীর ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ মহিলা- 25 জন।
বাল্য বিবাহ ও যৌতুক বিরুধী কার্যক্রমে উধ্বুদ্ধ করণ ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান 28 জন পুরুষ ও 10 জন মহিলা, মোট- 38 জন।
যুব সংগঠন ও আত্মকর্মী যুবদের মাধ্যমে বৃক্ষরোপন- 4450 টি।